নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা

করোনাভাইরাস মহামারির কারণে এবার নির্ধারিত তারিখে টঙ্গীর তুরাগতীরে হচ্ছে না তাবলিগ জামাতের ৫৬তম বিশ্ব ইজতেমা।

সম্প্রতি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

জানা যায়, চলতি জানুয়ারি মাস পর্যন্ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকার এবারের বিশ্ব ইজতেমার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে বিশ্ব ইজতেমা করতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগ জামাতের দুই পক্ষ। এ বছর ইজতেমার প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি হওয়ার কথা ছিলো।

এদিকে, তাবলিগের মাওলানা ওয়াসিফুল ইসলাম পক্ষের সাথি তৌহিদুল হক সোহেল বলেন, ‘ইজতেমার বিষয়ে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। বিশ্ব ইজতেমা শুধু বাংলাদেশের মানুষ নিয়ে হয় না, অন্যান্য দেশ থেকে লোকজন আসে বলেই এটি বিশ্ব ইজতেমা। বিশ্বের অন্য দেশগুলো থেকে লোকজন যাতে আসতে পারে—এমন একটা পরিস্থিতি তৈরি হলে ইজতেমা যাতে করা যায়, আমরা সে বিষয়ে সরকারকে প্রস্তাব দিয়েছি। সরকার যেভাবে ভালো মনে করে সেভাবেই করবে।’



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //