বাংলাসহ ১০ ভাষায় পাওয়া যাবে হজের নির্দেশনা

আসন্ন পবিত্র হজ অনুষ্ঠানে হাজিদের নির্দেশনা বাংলাসহ ১০ ভাষায় পাওয়া যাবে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।

খবরে বলা হয়, এই বছর হজ পালনের নির্দেশনায় ১৩৫ আলেম ও ইমামকে নিযুক্ত করেছে মন্ত্রণালয়। মোট ১০ ভাষায় হাজীদের হজ বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর দেয়ার দায়িত্বে থাকবেন তারা। বাংলা ছাড়াও আরবি, ইংরেজি, ফরাসি, তুর্কি, উর্দু, হিন্দি, হাউসা, ইন্দোনেশিয়ান ও আমহারিক ভাষায় হাজিদের প্রশ্নের উত্তর ও হজের নির্দেশনা দেয়া হবে।

এই বছর ১৮ জুলাই থেকে বার্ষিক হজ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী আগামী ২০ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রী অংশ নিচ্ছেন না। এই বছর সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশী বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রী হজ করার অনুমতি পেয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : সৌদি আরব হজ

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //