যে দোয়া পাঠে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা মেলে

যা সৃষ্টি হয়েছে তা ধংস্ব অবধারিত। মহান রাব্বুল আলামিন এ বিশ্বে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা। তার হুকুম ছাড়া গাছের একটি পাতাও পড়ে না।

কোনো একদিন তারই ইশারাতে ধংস্ব হবে এ বিশ্ব। হিসাব করা হবে পাপ-গূণ্যের।

কেয়ামতের আগের সবচেয়ে ভয়ংকর ফেতনার নাম দাজ্জাল। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তাঁর উম্মাতকে এ ফেতনা থেকে নিরাপদ থাকতে দোয়া শিখিয়েছেন। 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে কোরআন মাজিদের সুরা শেখাতেন ঠিক তেমনিভাবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য এ দোয়াটিও শেখাতেন। তাহলো-

اَللَّهُمَّ اِنِّي اَعُوْذُبِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْح الدَّجَّال

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আ’উজুবিকা মিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে অভিশপ্ত দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাই।’ (বুখারি ১৩৭৭)

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //