নামাজে হাঁচি দিলে কি নামাজের ক্ষতি হয়?

নামাজ সঠিকভাবে, সবগুলো বিধান মেনে আদায় করার প্রতি সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। নামাজ ভঙ্গের কারণগুলো যেন না ঘটে এ বিষয়েও খেয়াল রাখার কথা বলা হয়েছে। 

কোরআন হাদিসের আলোকে ইসলামী আইন ও ফেকাহ শাস্ত্রবিদেরা যেসব বিষয়কে নামাজ ভঙ্গের কারণ বলেছেন তার একটি হলো বিনা প্রয়োজনে কাশি দেওয়া। তবে যদি নামাজের মধ্যে গলায় কফ জমার কারণে বা এ ধরনের কোনো সমস্যার কারণে কাশি দেওয়া হয় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না।

তাই আলেমদের মতে, একান্ত প্রয়োজন না হলে কাশি বা হাচি না দেওয়া উচিত। -(আলমুহিতুল বুরহানি: ২/১৫১; তাবয়িনুল হাকায়েক: ১/৩৯২; আলবাহরুর রায়েক: ২/৫; মাজমাউল)

হজরত আবদুল্লাহ ইবনু সাইব রা. থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নিয়ে মক্কায় ফজরের নামাজ আদায় করলেন। তিনি সূরাহ আল মু’মিনূন পড়া শুরু করলেন।... এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাশি এলে তিনি রুকূতে চলে গেলেন।- (মুসলিম শরীফ ৯০৯,ইসলামিক ফাউন্ডেশন,  ৯০৪, ইসলামিক সেন্টার, ৯১৬)

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //