নামাজের ইমামতি করা খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এর জন্য যোগ্যতা থাকা আবশ্যক। নামাজের ইমামতি করতে কয়েকটি নির্দিষ্ট কিছু শর্ত মানতে হয়।
ইমামতির শর্ত গুলো হলো:
১. ইমামতির প্রথম শর্ত পুরুষ হওয়া, মুসলমান হওয়া ও বালেগ হওয়া। (সুনানে কুবরা লিল-বায়হাকি: ৬০৬৯) এ ছাড়া মানসিকভাবে সুস্থ হওয়াও জরুরি।
২. নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন তিলাওয়াত মুখস্থ শুদ্ধভাবে পড়তে পারা। মুখস্থ না থাকলে এবং শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে না পারলে ইমামতি করা যাবে না। (তিরমিজি: ১৯১)
৩. নিজের নামাজ বিশুদ্ধ না হলে ইমামতি শুদ্ধ হবে না। এ ক্ষেত্রে নামাজ বিশুদ্ধ হওয়ার শর্তগুলো মানতে হবে। নামাজ সহিহ্ হওয়ার শর্ত যেমন—পবিত্রতা, সতর ঢাকা ইত্যাদি। এ ছাড়া যাবতীয় অপারগতামুক্ত হওয়াও ইমামতির গুরুত্বপূর্ণ শর্ত। যেমন—নাক দিয়ে রক্ত বের হওয়া, প্রস্রাব ঝরা, সর্বক্ষণ বায়ু নির্গত হওয়া ইত্যাদি। (বাদায়ে: ২/৫৪)
ইমামতি মাকরুহ যাদের জন্য:
যারা প্রকাশ্য গুনাহের কাজ করে বেড়ায় তেমন ব্যক্তিদের ইমামতি করা অনুচিত। (দারাকুতনি: ১৩২৮) বিজ্ঞ আলেমের উপস্থিতিতে জ্ঞানহীন ব্যক্তির ইমামতি মাকরুহ। (মুসনাদুল ফিরদাউস: ১/৩৯১) এ ছাড়া যে ব্যক্তি বিভিন্ন কারণে সমাজে নিন্দিত, তার জন্যও ইমামতি করা মাকরুহ। (তিরমিজি: ৩২৬)
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh