আগামী ২৮ জুন মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহা পালিত হবে বলে পূর্বাভাস দিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। খবর অ্যারাবিয়ান বিজনেস।
সংস্থাটির প্রধান ইব্রাহিম আল-জারওয়ান জানান, আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। এদিন সকাল ৮টা ৩৭ মিনিটে নতুন চাঁদ উঠবে। এ অনুসারে সূর্যাস্তের প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ পশ্চিম আকাশে দেখা যাবে। এর পর দিগন্তের নিচে হারিয়ে যাবে।
গত সোমবার (১ মে) আল-জারওয়ান এক ব্যাখ্যায় জানান, চাঁদের এই হিসেবে জিলহজ মাস শুরু হবে ১৯ জুন। পবিত্র হজের অন্যতম আনুষ্ঠানিকতা আরাফাতের দিন হবে ২৭ জুন। পরদিন ২৮ জুন পালিত হবে ঈদুল আযহা।
তিনি আরও বলেন, বেশির ভাগ দেশই সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে। আশা করা হচ্ছে, সৌদিতে জিলহজ মাস শুরু হবে ১৯ জুন।
আল-জারওয়ান সঙ্গে যোগ করেন, সূর্যাস্তের সময় চাঁদের বয়স যদি ১২ ঘণ্টার কম হয় তবে পর্যবেক্ষণ করা কঠিন হবে। আর ১৫ ঘণ্টা হলে অনায়াসে দেখা যাবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh