সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার ২৯ জন হজযাত্রী

এ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার ২৯ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬ হাজার ২১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩১ হাজার ৮১০ জন।

গতকাল মঙ্গলবার (৩০ মে) রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ৬৬ হাজার ২৩৬ জন, যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ১৪ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ৮৬ শতাংশ।

গতকাল রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় হজযাত্রীদের আবাসন ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে অন্যান্যের মধ্যে জেদ্দাস্থ কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //