শেষ সময়ে হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা

আগামীকাল শুক্রবার (১৬ জুন) থেকে বুধবার (২১ জুন‌) শেষ সময়ে হজযাত্রীদের চাপ বেশি থাকবে। এজন্য এই ছয়দিন হজযাত্রীদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে ক্যাম্পে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

গতকাল বুধবার (১৪ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম মনিরুজ্জামান সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামীকাল ১৬ জুন থেকে ২১ জুনের মধ্যে যে সকল হজ টিমের সদস্য সৌদি আরব গমন করবেন তাদেরকে ফ্লাইটের নির্দিষ্ট সময়ের ৬ ঘণ্টা আগে হজক্যাম্প, আশকোনা, ঢাকায় ইমিগ্রেশনের জন্য আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।

এছাড়া সদস্যদেরকে সৌদি আরবে পৌঁছে দাপ্তরিক কাজের সুবিধার্থে ৪ কপি করে পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

‘রুট-টু-মক্কা সার্ভিসে’র আওতায় হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা বাংলাদেশ থেকে শেষ করা হচ্ছে। ফলে হজযাত্রীদের বাংলাদেশ এবং সৌদি আরবের দুটি ইমিগ্রেশন হজক্যাম্প থেকে সম্পূর্ণ হচ্ছে। এতে হজযাত্রীদের ভোগান্তি কমে এসেছে। এজন্য তাদের কমপক্ষে ৪-৫ ঘণ্টা আগে হজক্যাম্পে যেতে বলা‌ হতো।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে হজযাত্রীদের সৌদি আরব সহজ করতে ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশির কাজ ঢাকায় সম্পন্ন হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //