ডেঙ্গু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

সম্প্রতি দেশজুড়ে এদিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। মশাবাহিত এ রোগের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় বিশেষজ্ঞদের উপদেশ মেনে চলার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করার বিকল্প নেই।

আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা গাফির: ৬০)

তাই মুমিনের দায়িত্ব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা।

হজরত মুহাম্মদ (সা.) উম্মতকে বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে নানারকম দোয়া শিখিয়েছেন। তার মধ্যে একটি দোয়া হলো- ক্ষতিকর কীট-পতঙ্গ বা জীবজন্তুর অনিষ্ট থেকে পরিত্রাণের দোয়া।

বাংলায় দোয়াটি হলো- আউযু বি কালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ- আল্লাহর পূর্ণ কালিমার বিনিময়ে তার সৃষ্টির সব অনিষ্ট থেকে পরিত্রাণ চাচ্ছি। (আবু দাউদ: ৩৮৯৮)

এই দোয়াটি যারা নিয়মিত আমল করবেন, আল্লাহ তাদেরকে বিষাক্ত সাপ-বিচ্ছু, মশাসহ সব পোকামাকড় ও ক্ষতিকর প্রাণীর হাত থেকে রক্ষা করবেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //