আগামী হজের কার্যক্রম শুরু

আগামী ২০২৪ সালের পবিত্র হজ সুন্দর করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে বলে একাদশ জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ রবিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে ১৯তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং তাহমিনা বেগম অংশগ্রহণ করেন।

বৈঠকে ১৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৮তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ওয়াকফ প্রশাসন এবং সদ্য সমাপ্ত হজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

পবিত্র হজ ২০২৩-এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের সবাইকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //