ধর্ম মানবতা শেখায় এবং জঙ্গিবাদ উগ্রতা শেখায়: জাসদ সভাপতি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মহান মুক্তিযুদ্ধে সনাতন ধর্মাবলম্বীরা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন।

আজ রবিবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে মহা অষ্টমীতে সনাতন ধর্মাম্বলীদের শুভেচ্ছা জানানোর সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেবী দুর্গা হচ্ছে দুর্গতিনাশিনী, দেবী দুর্গা অসূর নিধনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন। রাজনীতির অসূর জঙ্গী, সমাজের অসূর দুর্নীতিবাজ-লুটেরা। সমাজ ও রাজনীতির এই অসূরদের নিধন করতে হবে।

ধর্ম মানবতা শেখায় এবং জঙ্গিবাদ উগ্রতা শেখায় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের উল্টোমত হচ্ছে পাকিস্তানপন্থা, ধর্মনিরপেক্ষতার উল্টোমত হচ্ছে সাম্প্রদায়িকতা এবং গণতন্ত্রের উল্টোমত সামরিকতন্ত্র। ভিন্ন মতের সাথে সহাবস্থান, উল্টো মত অসূরের মত নিধন করতে হবে।

তিনি বলেন, মানব রক্ষা করতে দানব খতম করতে হয়, মানব-দানবের মিটমাট হয় না। 

এসময় জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস বেপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //