লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম
কেউ ইসলাম ধর্ম নিয়ে ‘তাচ্ছিল্য’ করলে তাদের বিরুদ্ধে ‘জিহাদ’ করার ঘোষণা দিয়েছেন বিতর্কিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।
তিনি বলেছেন, ‘আমাদের ধর্ম নিয়ে যারা তুচ্ছতাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলাম ব্রড মাইন্ডের। যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, যারা আমাদের ধর্ম নিয়া ঠাট্টা বিদ্রুপ করে তারা আমাদের শত্রু। অমুসলিমরা মানবিক দিক থেকে তারা আমাদের ভাই।’
আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটে ইসলামিক সোসাইটির আয়োজিত এক ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।
আজহারী বলেন, ‘ইসলামে অমুসলিমদের জানমালের নিরাপত্তার বিধান আছে। যার যার ধর্ম সে সে পালন করে এই বিধান ইসলামে আছে। যেসকল মুসলমান অমুসলিমদের সম্পদ দখল করবে তারা জাহান্নামে যাবে। তাই অমুসলিমদের জানমালের নিরাপত্তা দিতে হবে মুসলিম ভাইদের। ইসলাম প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন।’
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ এক রোল মডেলের নজির দেখিয়েছেন। মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। মন্দিরে মাদরাসার ছাত্ররা পাহারা দিয়েছেন। তিনি শান্তি প্রতিষ্ঠায় সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।’
মাহফিল উপলক্ষে গতকাল থেকে সোহরাওয়ার্দী মাঠসহ চারটি মাঠের আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভীড় জমায়। সকাল থেকে লাখ লাখ মানুষের সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা ব্যাপক জনসমাগম তৈরি হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাবলুর সঞ্চালনা মাহফিলে জেলা জামায়াতের আমির আবু তাহের, জেলা যুগ্ম সম্পাদক মমিনুল হক, সহসভাপতি রোকন উদ্দিন বাবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মিজানুর রহমান আজহারী ওয়াজ মাহফিল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh