আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ।
এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাদ অনুসারীরা।
তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির শেষপর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশ বিদেশের মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরী হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা ও মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর ওপর পাঁচটি ভাসমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ একটি ব্রিজ নির্মাণ করেছে। এছাড়াও ইজতেমা ময়দানে সিটিটিভি ক্যামেরা বসিয়েছে র্যাব।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘ইজতেমা ময়দানের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করি আগামী শুক্রবার ইজতেমা শুরুর পূর্বেই সকল শেষ হবে।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, ‘মুসল্লিদের সেবায় কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। এবার প্রায় সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণসহ পুরো ময়দান ও আশপাশ এলাকা সিটি টিভির আওতায় আনা হয়েছে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিশ্ব ইজতেমা তাবলিগ জামাত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh