বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হবে সকাল সোয়া ৯টার মধ্যে

আগামীকাল রবিবার (১ ফেব্রুয়ারি) ‘সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে’ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

আজ শনিবার (৩১ জানুয়ারি) জিএমপি কমিশনার নাজমুল করিম খান সাংবাদিকদের বলেন, ‘রবিবার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে প্রথম ধাপের আখেরি মোনাজাত হবে।’

মোনাজাত উপলক্ষে রোববার ভোর ৬টা থেকে বিশ্ব ইজতেমাগামী গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

জিএমপি কমিশনার বলেন, রোববার ভোর ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।

এসব সড়কে কোনো পণ্যবাহী যান চলবে না। তবে ইজতেমার কাজে সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল করবে।

যৌতুকবিহীন বিয়ে

রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের আয়োজন শুরু হয়। চলে আসর নামাজের আগ পর্যন্ত। বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়ের।

একটি রেজিস্ট্রারে নাম তালিকাভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে ‘সিরিয়াল নম্বর’ দেওয়া হয়।

বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, রেওয়াজ অনুযায়ী কনের অনুপস্থিতিতে অভিভাবকরা থাকেন। বর থাকেন সশরীরে।

বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান দেওয়া হয়। এরপর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় নব দম্পতিদের জন্য।

বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মুসুল্লিদের মাঝে খেজুর বিতরণ করেন। বিয়েতে মোহরানা ধার্য হয় ‘মোহর ফাতেমীর’ নিয়মানুযায়ী।

এ নিয়মে মোহরানা ধরা হয় দেড়শ তোলা রুপা বা এর সমপরিমাণ অর্থ।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ।

এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি।

আর দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh