হজযাত্রীদের সম্ভাব্য কষ্টের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে ত্যাগ স্বীকারের মানসিকতা রাখার কথা বলেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হজ পালনে শারীরিক কষ্ট ও অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রয়েছে মন্তব্য করে খালিদ হাসান বলেন, “কোনো কোনো ক্ষেত্রে পরিবহন সেবা নাও পাওয়া যেতে পারে। হেঁটে মিনা-আরাফা-মুজদালিফায় যেতে হতে পারে। হাজীদেরকে ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।”
হজযাত্রীরা ‘ভাগ্যবান’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, “অনেকের টাকা থাকা সত্ত্বেও আজ যাবে, কাল যাবে করে যেতে পারে না।”
হজের ধর্মীয় ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন, “হজের প্রতিদান হলো জান্নাত। হাজীদেরকে আল্লাহ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ করে দেন।”
হালাল বা বৈধ টাকা টাকা খরচ করে হজ করতে হবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “মানুষের মাঝে সুদ-ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্থ কামানোর প্রবণতা আছে। অসৎপথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না।”
হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “কোনো দুর্নীতিবাজ, লুটেরা, সুদখোর, ঘুষখোররা যখন হারাম শরিফে গিয়ে বলে আল্লাহ আমি হাজির, তখন ফেরেশতারা সমস্বরে বলতে থাকে, ‘তোমার হাজিরা কবুল হয়নি’।”
হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, হজ অনুবিভাগের যুগ্মসচিব মঞ্জুরুল হক ও হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, বুধবার দুটি ব্যাচে ঢাকা জেলার সাত শতাধিক হজযাত্রীকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। ১৬ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান হজযাত্রী
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh