সহকর্মীর গুলিতে দুই বিএসএফ সদস্য নিহত

ভারত-বাংলাদেশ সীমান্তে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ সেনা নিহত হয়েছে। এদিকে গুলি করার পরই আত্মসমর্পণ করেন অভিযুক্ত কনস্টেবল উত্তম সূত্রধর। 

ঘটনাটি পশ্চিম বঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের। নিহত দুই সদস্য হলেন- কনস্টেবল অনুজ কুমার এবং ইন্সপেক্টর মহিন্দার সিং ভাট্টি।

বিএসএফের তরফে জানানো হয়েছে, গতরাতে ভাতুন গ্রাম পঞ্চায়েতের মালদাখণ্ড সীমান্তে মোতায়েন ছিলেন ওই তিন বিএসএফ সেনা। তারা সীমান্তরক্ষী বাহিনীর ১৪৬ নম্বর ব্যাটেলিয়ন সদস্য। রাত সাড়ে তিনটে নাগাদ কনস্টেবল অনুজ কুমার এবং ইন্সপেক্টর মহিন্দার সিং ভাট্টিকে লক্ষ্য করে গুলি চালান উত্তম সূত্রধর। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই দুই সেনা। গুলির আওয়াজ পেয়ে অন্য সেনারা সেখানে গেলে আত্মসমর্পণ করেন উত্তম। যিনি কনস্টেবল পদে কর্মরত। তবে কী কারণে উত্তম দুই সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন, তা স্পষ্ট নয়।

হিন্দুস্থান টাইমসকে কয়েকজন সেনা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে চুপচাপ ছিলেন উত্তম। তেমন কথাবার্তাও বলতেন না। পুরো ঘটনার তদন্ত করেছে পুলিশ এবং বিএসএফ।

রায়গঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত করা হচ্ছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : বিএসএফ ভারত

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //