পাকিস্তানে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর পেশোয়ারে এক মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। 

দেশটির পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় স্পিন জামাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

হাসপাতাল কর্মকর্তারা বলেছেন, হামলায় নিহতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আহতদের মধ্যে চারজনের বয়স ১৩ বছরের নিচে।  

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি আল-জাজিরার প্রতিনিধিকে বলেন, এটা আত্মঘাতী হামলা নয়। সেখানে ব্যাগে করে বিস্ফোরক রাখা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সদস্য বলেছেন, অচেনা ব্যক্তির পুঁতে রেখে যাওয়া বিস্ফোরক থেকে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ক্লাসের ছাদ উড়ে গিয়েছে। 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এ ঘটনায় তদন্ত চলছে। 

আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত পেশোয়ার শহরে বহু দিন পরে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটলো। এক সময় তালেবানের শক্ত ঘাঁটি ছিল শহরটি। ছয় বছর আগে শহরটির এক সেনা স্কুলে তালেবানের হামলায় শিক্ষার্থীসহ অন্তত ১৫০ জনের বেশি নিহত হয়। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //