আফগানিস্তানে সেনা অভিযানে ২৫ তালেবান জঙ্গি নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নওয়া জেলায় সেনা অভিযান চলাকালে দুই বিভাগীয় কমান্ডারসহ কমপক্ষে ২৫ তালেবান জঙ্গি নিহত ও আট জঙ্গি আহত হয়েছে। 

দেশটি সামরিক বাহিনী গতকাল শনিবার (৫ ডিসেম্বর) এ কথা জানায়। 

আফগান সেনাবাহিনীর কোর ২১৫ মাইওয়ান্দ এক বিবৃতিতে জানিয়েছে, আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস (এএনডিএসএফ) শুক্রবার হেলমান্দের নাও-ই-বারাকজাই এলাকায় সক্রিয় প্রতিরক্ষা অবস্থার ওপর ভিত্তি করে অভিযান চালালে এই জঙ্গিরা হতাহত হয়।

এএনডিএসএফের অবস্থানগুলোতে প্রায়শ জঙ্গি হামলা প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে জঙ্গি তৎপরতা বিঘ্নিত করাই এই অভিযানের উদ্দেশ্য।

এএনডিএসএফ কাবুল থেকে ৫৫৫ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম দিকে এই এলাকায় অভিযান চালিয়ে চারটি উন্নত বোমা নিষ্ক্রিয় করেছে এবং ছয়টি জঙ্গি আস্তানা ও ২৫ প্রতিরক্ষা অবস্থান ধ্বংস করে দিয়েছে।

তালেবান জঙ্গি সংগঠনটি এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। -সিনহুয়া

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //