ভারতে হাসপাতালে আগুন, মৃত ১০ নবজাতক

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভাণ্ডারা জেলার একটি হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) রাত ২টর দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজ্যের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরের ওই হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ শিশু। আগুন লাগার পর দমকলবাহিনী সাতজনকে সেখান থেকে উদ্ধার করতে পারলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বাকি ১০ শিশু। 

ওই হাসপাতালের এক চিকিৎসক সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, মৃত শিশুদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে।

হাসপাতালের ওই বিভাগে আগুন লাগার পর এক নার্স প্রথম ধোঁয়া দেখতে পান। তিনিই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তারপর আসে দমকল। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই লেগেছিল আগুন। 

ঘটনা নিয়ে ভাণ্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটে বলেছেন, নবজাতক কেয়ার ইউনিটে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে। সাত শিশুকে উদ্ধার করা হয়েছে। -আনন্দবাজার পত্রিকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //