কলকাতায় রেলের ভবনে আগুনে মৃত ৯

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র এ কথা জানিয়েছেন। মৃতদের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের চার কর্মী, পুলিশের এক অফিসার ও আরপিএফের একজন রয়েছেন। সবাইকে রাত পর্যন্ত শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে রাত সোয়া ১১টা দিকে ঘটনাস্থলে রাজ্যটির পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকাণ্ডে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও মৃতদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় ১৪তলা ভবনটির ১৩তলায় প্রথমে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে ভবনের ১২তলায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময় প্রায় ৫০০ জন রেলের অফিসে ছিলেন বলে রেল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতার পৌরসভা প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রসহ প্রশাসনিক কর্মকর্তারা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //