ভারতে করোনায় দৈনিক সংক্রমণ ৩ লাখ ছাড়ালো

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের সংখ্যা তিন লাখ ছাড়ালো। দেশে তো বটেই, বিশ্বেও এই প্রথম কোনো দেশে একদিনে তিন লক্ষাধিক আক্রান্ত হলেন। 

গত বছর ভারতে কভিডের প্রথম ঢেউয়ে আক্রান্তের সংখ্যা এক লাখ পেরোয়নি। এ বছর ৫ এপ্রিল প্রথমবার দৈনিক আক্রান্ত এক লাখ পার হয়। তার ১০ দিন পর ১৫ এপ্রিল ছাড়ায় দুই লাখের গণ্ডি। এর এক সপ্তাহ পরই ছাড়াল তিন লাখ।

দৈনিক আক্রান্তের হার বেড়েছে ৬.৭৬ শতাংশ গতিতে। যা যুক্তরাষ্ট্রের চেয়ে চারগুণ বেশি।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই হাজার ১০৪ জনের। ৫ এপ্রিল দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭৮। গত দুইদিন ধরে তা দুই হাজার ছাড়াচ্ছে।

আজ বৃহস্পতিবার (২২এপ্রিল) ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন। 

এছাড়া করোনায় এখন পর্যন্ত সারাদেশে মৃত্যু হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৬৫৭ জন। এছাড়া সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ৪২৮ জন।

অন্যদিকে ভারতে পুরোদমে চলছে ভ্যাক্সিনেশনের কাজ। এক সপ্তাহে দুই কোটি ভ্যাকসিন নিয়েছেন মানুষ। সব মিলিয়ে সংখ্যাটা এখন ১৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৬৪৪ জন। -আনন্দবাজার পত্রিকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //