পশ্চিমবঙ্গে চলে এসেছে ব্ল্যাক ফাঙ্গাস

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই ভয়ংকর ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ার পর এবার পশ্চিমবঙ্গে হানা দিয়েছে ছত্রাকটি। করোনায় আক্রান্ত ৪ জনের শরীরে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি মিলেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, দুর্গাপুরের দিশা চক্ষু হাসপাতালে এমন ৪ জনের খোঁজ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩ জন ঝাড়খণ্ডের ও ১ জন বিহারের বাসিন্দা।

দিশা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ ভট্টাচার্য বলেন, ৪ জন রোগীর মধ্যে ৩ জনের বাড়ি ঝাড়খণ্ডের নওদা ও দুমকায়। আর ১ জনের বাড়ি বিহারের ভাগলপুরে। ৪ জন রোগীর মধ্যে ৩ জন পুরুষ।

দেবাশীষ বলেন, যে ৪ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস দেখা দিয়েছে, তারা প্রত্যেকেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু তারপরেই তাদের চোখ ফুলে যায় ও চোখে ভীষণ ব্যথা শুরু হয়। ফলে তারা চিকিৎসা করাতে এলে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে।

৪ জনের মধ্যে ২ জন রোগীকে দুর্গাপুরের আর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে তাদের অবস্থা স্থিতিশীল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //