মোদির বিরুদ্ধে পোস্টার লাগিয়ে গ্রেফতার ২৫

ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে রাজধানী দিল্লিতে পোস্টার টানানো হয়েছে। টিকা ঘাটতির অভিযোগ এনে টানানো পোস্টারের খবর ছড়িয়ে পড়ার পরই শনিবার রাতে ২৫ জন গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, রাজধানীর একাধিক জায়গায় মোদির উদ্দেশে পোস্টার-ব্যানার লাগানো হয়েছে। সেই পোস্টারে হিন্দিতে লেখা রয়েছে, ‘মোদিজি, আপনি বাচ্চাদের টিকা কেন বিদেশে পাঠালেন?’

দিল্লি পুলিশ জানিয়েছে, পূর্বাঞ্চলীয়, পূর্ব, মধ্য এবং উত্তর-পূর্ব—রাজধানীর চারটি পুলিশ ডিভিশনেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের বহু পোস্টার-ব্যানার পড়েছে।

পূর্ব দিল্লির বাসিন্দা বছর চব্বিশের এক যুবক রাহুল ত্যাগীকে মোদীবিরোধী ব্যানার লাগানোর জন্য গ্রেফতার করে পুলিশ।

ওই যুবক জানিয়েছে, স্থানীয় আম আদমি পার্টির কাউন্সিলর তাকে এলাকার বিভিন্ন জায়গায় ১১টি ব্যানার লাগাতে বলেছিলেন। পারিশ্রমিক হিসেবে ৬০০ টাকা দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

দিল্লি পুলিশ অবশ্য এরই মধ্যে পোস্টার সরাতে শুরু করেছে। একাধিক ধারায় ২৫টি এফআইআর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //