পশ্চিমবঙ্গে ফের করোনায় মৃত্যুর রেকর্ড

পশ্চিমবঙ্গে মহামারি করোনায় একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় রাজ্যটির ১৬২ জন মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। গতদিন আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬ জন।

গতদিন করোনা যাদের প্রাণ কেড়েছে তাদের মধ্যে উত্তর চব্বিশ পরগনায় ৩৭, কলকাতায় ৩৬, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ১২ জন করে। এছাড়া পশ্চিম বর্ধমানে ১০ জন ও মুর্শিদাবাদে ৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৩ হাজার ৮৯৫ জন।

বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত ১৯ হাজার ৯১ জনের মধ্যে কলকাতায় ৩ হাজার ৪৬১ জন, উত্তর চব্বিশ পরগনায় ৪ হাজার ১১৮। এছাড়া হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া ও নদীয়া জেলায়।

পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ৯ হাজার ৯৫৮ জন। সুস্থ হয়েছেন আরও ১৮ হাজার ৯১০ জন।

এ নিয়ে মোট সুস্থতা বেড়ে হয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৫৫৩ জন। রাজ্যটিতে এখনো সক্রিয় করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫১০। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //