ভারতে স্যানিটাইজার কারখানায় আগুনে নিহত ১৮

ভারতের মহরাষ্ট্রের পুনের একটি স্যানিটাইজার প্রস্তুত কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন কর্মীর মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার (৭ জুন) বিকেলে এ আগুন লাগে।

কারখানার ভেতরে অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ ও দমকলকর্মীদের আশঙ্কা।

পুনের পুলিশ সুপার অভিনব দেশমুখ বলেন, আমরা এখনও পর্যন্ত ১৮টি দেহ উদ্ধার করেছি। আশঙ্কা করা হচ্ছে কারখানার ভেতরে এখনও অনেকে আটকে রয়েছেন।  

তিনি জানান, পুনে শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে উরাওয়াড়ে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-স্থিত ওই কারখানায় স্যানিটাইজার উৎপাদন করা হতো।

গত জানুয়ারিতে পুনের মঞ্জরী এলাকায় করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা ‘সেরাম ইনস্টিটউট অব ইন্ডিয়া’র কারখানার একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : ভারত আগুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //