মিয়ানমারে সেনা অভিযানে নিহত ২৫

মিয়ানমারের ছয়টি গ্রামে সেনা অভিযানে গুলিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। সেনা এ বিষয়ে মুখ না খুললেও, সাধারণ মানুষের দাবি, সেনাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যদের খুঁজতেই ওই গ্রামগুলোতে ঢুকেছিল সশস্ত্র সেনা।

গত শুক্রবার (২ জুলাই) এই সেনা অভিযান চালানো হয়। তবে খবর বাইরে আসে গতকাল রবিবার (৪ জুলাই)। শুক্রবার মিয়ানমারের মধ্যভাগে অবস্থিত দেপায়িন অঞ্চলে আচমকাই অভিযান চালায় সেনা। প্রায় ১৫০ সেনা সামরিক প্রস্তুতি নিয়ে ঢুকে পড়ে এলাকার ছয়টি গ্রামে। 

স্থানীয় থান লুইন খেত নিউজে প্রথম এ খবর দেয়া হয়। স্থানীয় মানুষের অভিযোগ, গ্রামে ঢুকেই এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে সেনা। কোনোরকম ওয়ার্নিং পর্যন্ত দেয়া হয়নি।

সেনা যখন ঢোকে, তখন খেতে কাজ করছিলেন সাধারণ মানুষ, সেনা ঢুকে তাদের লক্ষ্য করেও গুলি চালাতে থাকে। হতভম্ব মানুষ কোনোমতে প্রাণ বাঁচানোর চেষ্টায় দৌড়াদৌড়ি শুরু করে। বহু মানুষ আহত হয়ে রাস্তায় পড়ে যান।

সেনা এ বিষয়ে মুখ না খুললেও, সেনা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ওই অঞ্চলে সেনা সরকার বিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যরা আছেন বলে সেনার কাছে খবর ছিল। তাদের মারতেই গ্রামগুলোতে ঢোকা হয়েছিল। পিডিএফের সদস্যরাও সেনার দিকে পাল্টা আক্রমণ চালায়। দেশি হাতিয়ার, ঘরে তৈরি বন্দুক নিয়ে তারা সেনাকে পাল্টা আক্রমণ করে। কিন্তু সেনার অস্ত্রের সামনে তাদের অস্ত্র বিশেষ কার্যকরী হয়নি। অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে রাস্তায় অন্তত ২৫টি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় মানুষ।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের জান্তা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখলের পর থেকে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজন প্রতিরক্ষা বাহিনী তৈরি করে নৃশংস জান্তার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। তবে বেশির ভাগ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যন্ত অঞ্চলে।

মিয়ানমারের জান্তাদের প্রতিরোধে পিপলস ডিফেন্স ফোর্সেস নামের প্রতিরক্ষা বাহিনী তৈরি হয়েছে। তাদের সাথে দেশটির সামরিক প্রশাসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে গঠিত ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সম্পর্ক রয়েছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অনেক বেসামরিক নাগরিকের প্রাণ যায়। 

স্থানীয় এক পর্যবেক্ষণ সংগঠনের দেয়া তথ্যমতে, গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভ চলাকালে সহিংসতায় ৮৮০ জন নিহত হয়েছেন। -ডয়চে ভেলে 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //