আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আর্জি মালালার

আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে খোলা চিঠি লিখেছেন তিনি। 

সংবাদসংস্থা রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে মালালা বলেছেন, গোটা বিশ্বের কাছে তার একটিই আবেদন- সাধারণ আফগান মানুষের পাশে দাঁড়ান। 

মালালা পাকিস্তান-আফগান সীমান্তে এক গ্রামে থাকতেন। সেখানে মেয়েদের পড়াশোনার অধিকার নিয়ে বিবিসিতে সরব হয়েছিলেন মালালা। এরপরেই তালেবান তার উপর হামলা চালায়। গুলিবিদ্ধ মালালার চিকিৎসা চলেছে বহুদিন। এখন তিনি যুক্তরাজ্যে থাকেন। সেখানে বসেই ভিডিও আপলোড করেছেন তিনি। জানিয়েছেন, ইমরান খানের কাছে খোলা চিঠি লেখার কথা।

মালালা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরো সাহসী হতে পারেন। আফগানিস্তানের সাধারণ মানুষের কথা ভেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আফগানিস্তানের অসহায় মানুষ বিশ্বের দিকে তাকিয়ে আছে। 

মালালার মূলত চিন্তা প্রকাশ করেছেন আফগানিস্তানের নারী ও শিশুদের নিয়ে। বলেছেন, নারী ও ছোট ছোট মেয়েদের নিয়ে চিন্তা আছি। সে দেশের কিছু সমাজকর্মীর সাথে যোগাযোগ করেছি। তারাও চিন্তায় আছেন। 

ইমরান খানকে তিনি লিখেছেন, আফগান শরণার্থীদের যেন পাকিস্তানে জায়গা দেয়া হয়। শিশুরা যেন শিক্ষার সুযোগ পায়।

অন্যদিকে আফগানের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের ভয়ের কথা জানিয়েছেন দেশের নারী এমপি ফারজানা কোচাই। জুম ইন্টারভিউতে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ভয় পাচ্ছেন। প্রাথমিকভাবে তিনি প্রাণের ভয় পাচ্ছেন। নারী স্বাধীনতার বিষয়টি তার পরে আসে। 

বিশ্বের দরবারে খোলা বার্তা দিয়েছেন আফগান নারী চিত্র পরিচালক সাহরা করিমি। ইনস্টাগ্রামের সেই ভিডিওতে তাকে কাঁদতে দেখা গেছে। ভিডিওতে তিনি কাবুলে কীভাবে বন্দুক হাতে তালেবান ঢুকছে তার ক্লিপ শেয়ার করে বলেছেন, কোনো ভয়ের ছবি নয়, এটাই এখন কাবুলের বাস্তব চিত্র। 

ফারহানা অবশ্য জানিয়েছেন, যতক্ষণ প্রাণ আছে, তিনি দেশ ছেড়ে কোথাও যাবেন না। দেশকে পরিত্যাগ করতে চান না তিনি। -ডয়চে ভেলে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //