ক্ষমতা দখল করায় তালেবানকে অভিনন্দন জানাল আল-কায়েদা

আফগানিস্তানের ক্ষমতা দখল করায় তালেবানকে অভিনন্দন জানিয়েছে আল-কায়েদার ইয়েমেন শাখা। তালেবানকে তাদের অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলেছে আল-কায়েদা।

বুধবার (১৮ আগস্ট) আল-কায়েদার ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অধিকার ফিরিয়ে আনতে এবং দখলদারদের বিতাড়িত করতে জিহাদ বৈধ ও বাস্তবসম্মত উপায় যা তালেবানের জয় থেকে বোঝা যায়। 

একিউএপিকে আল-কায়েদার সবচেয়ে ভয়ংকর শাখা হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।

তালেবানের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক বেশ পুরোনো। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। সে সময় আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল তারা। তালেবানের এই পৃষ্ঠপোষকতার কারণে ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। সে বছরই পতন হয় তালেবান সরকারের।

প্রসঙ্গত, গত রবিবার কাবুল দখল করে তালেবান। এর আগে আফগানিস্তান থেকে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পলায়ন করেন। পরে জানাযায়, তিনি আমিরাতে আশ্রয় নিয়েছেন। তবে পালানোর সময় বিপুল পরিমাণ অর্থ-সম্পদ হাতিয়ে নেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //