লাদেনের দেহরক্ষী এখন আফগানিস্তানে

দীর্ঘদিন পর আফগানিস্তানে দেখা মিললো জঙ্গি সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের একসময়ের বিশ্বস্ত অনুচর ডা. আমিন উল হককে। তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পরই নানগারহার প্রদেশে ফিরেছেন তিনি।

সাংবাদিক আদিত্য রাজ কাউল তার টুইটারে ভিডিও প্রকাশ করেছেন। দেখা গেছে, একটি সাদা গাড়িতে করে ফিরছেন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী। এ সময় অনেকেই তাকে স্বাগত জানান।

নানগারহার প্রদেশেই আমিন উল হকের বাড়ি। সাংবাদিক লিখেছেন, ‘তালেবান আফগানিস্তান দখল নেয়ার পর দেশে ফিরলেন আমিন উল হক। তার সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার ঘনিষ্ঠতা রয়েছে’।

তার ফেরার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হতে দেখা গেছে। ২০১১ সালে মার্কিন বাহিনীর অভিযানে পাকিস্তানে নিহত হন ওসামা বিন লাদেন। এরপর আর আফগানিস্তানে দেখা যায়নি আমিন উল হককে।

২০০৮ সালে পাকিস্তানে আটক হন তিনি। পরে ২০১১ সালে লালগালিচা সংবর্ধনা দিয়ে মুক্তি দেয়া হয় তাকে। তালেবানের প্রিজনার কমিশনে কাজ করছেন তিনি। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //