সুচির ৪ বছরের কারাদণ্ড

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। উস্কানি দেয়া ও প্রাকৃতিক দুর্যোগ আইন ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়েছে।

আজ সোমবার (৬ ডিসেম্বর) ঘোষণা করা এই রায়ে উস্কানি দেওয়ার অভিযোগে দুই বছর ও প্রাকৃতিক দুর্যোগ আইন ভঙ্গের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।

সুচির বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

তবে সুচিকে কবে কারাগারে নেওয়া হবে বা কোন কারাগারে রাখা হবে তা স্পষ্ট নয়।

এই বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ৭৬ বছর বয়সী সুচি মিয়ানমারের নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্বে ছিলেন। 

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে ও অনেকগুলো মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেয়ার মতো অভিযোগ।

এরপর থেকে আদালতে উপস্থিতির সময় ছাড়া তার সম্পর্কে খুব কমই জানা বা দেখা গেছে।

এ মামলার আরেক আসামি সাবেক প্রেসিডেন্ট ও সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের মিত্র উইন মিন্টকেও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //