২৫০ কুকুরছানা ‘হত্যাকারী’ ২ বানর আটক

ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার গ্রামে প্রায় ২৫০ কুকুরছানাকে উঁচু থেকে ছুড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল এক দল বানরের বিরুদ্ধে।

গ্রামবাসীদের দাবি ছিল, কুকুরদের হাতে সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতেই এ রকম কাণ্ড ঘটাচ্ছে বানররা। সেই ঘটনায় অবশেষে দুটি বানরকে ধরতে সক্ষম হয়েছে স্থানীয় বনদপ্তরের কর্মীরা।

সংবাদ সংস্থা এএনআই-এর খবরে এই তথ্য জানানো হয়েছে।

বানরদের আটক নিয়ে বন দপ্তরের অফিসার সচিন কাঁদ বলেন, ‘বীড় জেলায় কুকুরছানাদের হত্যার ঘটনায় জড়িত দুই বানরকে ধরা হয়েছে। নাগপুরের বনদপ্তরের দল ধরেছে তাদের। পরে অভিযুক্ত দুই বানরকে নাগপুরের কাছে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’

জেলার মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস ওই গ্রামে।

গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনো কুকুরছানাই বেঁচে নেই। অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুকছানাকে মেরে ফেলেছে ‘ক্ষিপ্ত’ বানরের দল।

গ্রামবাসীরা জানান, একটি বানরছানাকে এক দল কুকুর মেরে ফেলার পর থেকেই এই ঘটনার সূত্রপাত।

বানরের দল গ্রামের বাচ্চা, স্কুলছাত্রদের ওপর আক্রমণ করলে বন দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা। তার পরই দুই বানরকে ধরতে সমর্থ হলো তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //