ভারতকে যুদ্ধবিমান তৈরিতে সহায়তা করবে যুক্তরাজ্য

ভারতকে নিজস্ব যুদ্ধবিমান তৈরিতে সহায়তা করবে যুক্তরাজ্য। রাশিয়ার সমরাস্ত্রের ওপর ভারতের নির্ভরতা কমাতে এই সহায়তা করা হবে। 

ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ শুক্রবার (২২ এপ্রিল) এ ঘোষণা দিয়েছেন।

আজ সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন বরিস জনসন। হায়দারাবাদ হাউসে প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। 

বৈঠকে দুই দেশের প্রধানদের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বরিস জনসন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

বৈঠক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তার বিষয়ে মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন জনসন। এই প্রতিশ্রুতির মধ্যে ভারতকে যুদ্ধবিমান তৈরির সহায়তার বিষয়টিও রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সমরাস্ত্রের ক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে ভারতের নির্ভরতা কমাতে সহযোগিতা করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর জন্য ভারতের সাথে ব্রিটেনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরো জোরদার করতে চান তিনি।

প্রসঙ্গত, রাশিয়া থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র আমদানি করে ভারত। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের আমদানি করা অস্ত্রের ৫০ শতাংশই এসেছে রাশিয়া থেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //