বিয়ের দিন মালাবদলের পর সাবেক প্রেমিকের গুলিতে এক নববধূ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভারতের উত্তরপ্রদেশে মথুরা জেলার মুবারিকপুর গ্রামের নৌঝিল এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মালাবদলের পর পরই কাজল নামে ওই নববধূকে গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত যুবকের কাজলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কাজলের অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়ায় ভীষণ রেগে ওই যুবক এই কাণ্ড ঘটান বলে ধারণা করা হচ্ছে।
গুলির শব্দ শুনে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান।
নিহতের বাবা খুবি রাম প্রজাপতি বার্তা সংস্থা এএনআইকে বলেন, মালাবদলের পর আমার মেয়ে ওর রুমে গিয়েছিল ফ্রেশ হতে। সেখানেই অপরিচিত এক ব্যক্তি এসে গুলি করে। আমি বিশ্বাস করতে পারছি না এটা কী হয়েছে।
ঘটনার পরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন খুবি রাম।
মথুরা গ্রামীণ এলাকার পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানিয়েছেন, “আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। সবদিক থেকেই এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র - এএনআই
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh