টর্নেডোয় লন্ডভন্ড আসামের গ্রাম

ভারতের আসাম রাজ্যে টর্নেডোর আঘাতে একটি গ্রামের পুরোটা লণ্ডভণ্ড হয়েছে।

গতকাল শনিবার (৮ মে) স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে রাজ্যের বরপেটার রোমারি গ্রামে ওই কম গতি সম্পন্ন টর্নেডোর সৃষ্টি হয়।

তবে এটি সাইক্লোন নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিষয়ক কর্মকর্তারা।

এদিকে, টর্নেডোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় ওই টর্নেডো। এতে চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ব্রহ্মপুত্র থেকে সৃষ্টি হয় এই টর্নেডো। তবে এ ধরনের ঝড় খুবই ‘বিরল’ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত এপ্রিলেও উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যটিতে ভারি বৃষ্টির কারণে বজ্রপাতে ১৮ জনের মৃত্যু হয়েছে।

আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড ও ওড়িশায় ভারি বৃষ্টি হতে পারে বলে ইয়েলো অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। 

সূত্র: এনডিটিভি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //