পদত্যাগ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার

ভারতের ত্রিপুরা প্রদেশের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদত্যাগ করেছেন। প্রদেশের নির্বাচনের এক বছর আগে আজ আকস্মিকভাবে পদত্যাগ করেছেন তিনি। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আজ শনিবার (১৪ মে) ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রদেশের গভর্নর এন আর্যর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। রাজ ভবনে গভর্নরের সাথে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী।

বিপ্লব কুমার দেবের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআই বলছে, ‘দল চায় আমি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করি।’

এনডিটিভি বলছে, ত্রিপুরার ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভ্যন্তরীণ কোন্দলের খবর প্রচার হওয়ার পর বিপ্লব কুমার দেবের পদত্যাগের ঘোষণা এল। ত্রিপুরার বিধানসভায় বিজেপি দলীয় নতুন নেতা নির্বাচিত করতে শনিবার আরো পরের দিকে দলটির বৈঠকে বসার কথা রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //