কলকাতায় একজনের সোয়াইন ফ্লু শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গ কলকাতায় সত্তরোর্ধ্ব এক নারী সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা গুরুতর।  

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ওই নারীর বাড়ি হাওড়ায়। তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তার হৃদস্পন্দন বেশি ছিল, সাথে দুই ফুসফুসেই সংক্রমণ। বর্তমানে তাকে বাই-প্যাপ সাপোর্টে রাখা হয়েছে। 

এর আগে, করোনা আতঙ্কের মাঝেই গত বছরের মাঝামাঝি সোয়াই ফ্লু হানা দিয়েছিল কলকাতায়। জুন মাসে ৩ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। স্বাস্থ্য দপ্তরের সূত্রে, এবারেও বিচ্ছিন্নভাবে বেশ কয়েকজন সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। 

সোয়াইন ফ্লু সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমিত হয়।

ফ্লু আক্রান্ত ব্যক্তির কাছে থাকলে, তার ব্যবহৃত পাত্রে খাবার খেলে বা ওই ব্যক্তির কাপড় পড়লে ফ্লু ছড়ানোর সম্ভাবনা থাকে।

সাধারণ সোয়াইন ফ্লু'র উপসর্গ সাধারণ ফ্লু'র মতই হয়ে থাকে।

জ্বর, কাশি, গলা ব্যাথা, শরীরে ব্যাথা, ঠান্ডা ও অবসাদের মত উপসর্গ দেখা দিতে পারে ফ্লু হলে।

পাশাপাশি শ্বাসকষ্ট, র‍্যাশ বা পাতলা পায়খানাও হতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //