ভারতে উত্তরপ্রদেশে একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরো তিনজন।
আজ রবিবার (২২ মে) সকালের দিকে রাজ্যের সিদ্ধার্থ নগরের ২৮ নম্বর জাতীয় সড়ক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, সকালে একটি জিপে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ১১ যাত্রী। গাড়িটি ২৮ নম্বর জাতীয় সড়ক এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন এসে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা এরমধ্যে ৮ জনকে মৃত বলে ঘোষণা করে। এছাড়া বাকি তিনজন আহত হন।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। স্থানীয়দের ধারণা অতিরিক্ত গতি থাকার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে।
এদিকে এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh