পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। এতে ঘরবাড়ি হারিয়েছেন হাজারো মানুষ।
আজ শুক্রবার (৫ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এরমধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন দেশটির সবচেয়ে দরিদ্র প্রদেশ বেলুচিস্তানের নাগরিকরা।
এদিকে বন্যার্তদের সহায়তায় বন্যা কবলিত অঞ্চলে সাহায্য ও ত্রাণ শিবির স্থাপন করেছে সরকারী সংস্থা ও সেনাবাহিনী।
বন্যায় ৪৬, ২০০টির বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুর্গত এলাকা পরিদর্শনের পরে বলেন, বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh