ICT Division

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত

পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনা নিহত হয়েছেন। গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় গভীর রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে  এই দুর্ঘটনা ঘটে। 

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তান সেনবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে এ দুর্ঘটনার খবর জানায়।

হেলিকপ্টারটি আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের ছোট শহর খোস্তের কাছে বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

বিবৃতিতে বলা হয়, একটি ফ্লাইং মিশনের সময় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত ছয়জনের মধ্যেই দু’জন পাইলটও ছিলেন।

গত আগস্টেও পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায়ও ছয়জন নিহত হন। দুর্ঘটনার আগে হেলিকপ্টারটি এক দিন নিখোঁজ ছিল। বিধ্বস্ত অবস্থায় মুসা গথ অঞ্চলে সেটির সন্ধান মেলে। পাকিস্তান আইএসপিআর জানায়, খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //