বিয়ের দিন নিজের চুল কেটে ক্যান্সার রোগীকে দান কনের

মানুষের জীবনে অন্যতম বড় একটি ঘটনা বিয়ে। এইদিন নিয়ে নানা স্বপ্ন সাজানো থাকে বর-কনের মনে। দিনটি স্মরণীয় করে রাখতে থাকে অভিনব চেষ্টা। কিন্তু সেটি চুল কেটে ক্যান্সার রোগীদের দান করাও যে হতে পারে এমনটা হয়তো ঘটেই না। তবে এই ঘটনা ঘটিয়েছেন ভারতের এক তরুণী।

এটি দেখে পরিবারের সদস্য থেকে শুরু করে উপস্থিত অতিথিরা হতবাক হয়ে গেছেন। এমনকি অবাক হয়ে প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইনস্টাগ্রামে যৌথভাবে ভিডিওটি শেয়ার করেন মিশিগান ওয়েডিং ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার ব্রায়ানা এসলিংগার।

ভিডিওতে বিয়ের সাদা পোশাকে এক তরুণীকে লম্বা বেণি করা চুলে দেখা যায়। হঠাৎ করেই ওই বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন। সবাই তার সঙ্গে অন্য এক কক্ষে যান।

তিনি বলেন, আমি আমার চুল বের করছি এবং ক্যান্সার রোগীদের জন্য দান করছি।

এরপরই তিনি লম্বা বেণি খুলে বের করে কেটে ফেলেন। আয়নার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কনে।

এ ঘটনায় তিনি আরও বলেন, আমি কখনও ভুলবো না। আমার মাকে ক্যান্সারে হারিয়েছি আমি। তখনই দেখেছি একজন নারীর চুল পড়ে যাওয়া কতটা চ্যালেঞ্জিং।
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিওটি দেখেছেন কয়েক লাখ মানুষ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //