নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত বেড়ে ৬৭

নেপালে ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে ৬৭ জনে দাড়িয়েছে।

আজ রবিবার (১৫ জানুয়ারি) রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পর পোখরার নতুন ও পুরাতন বিমানবন্দরের মাঝমাঝি জায়গায় একটি পাহাড় ঘেরা স্থানে উড়োজাহাজটি আছড়ে পড়ে। উড়োজাহাজটিতে সব মিলিয়ে ৭২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬৮ জন যাত্রী। আর বাকি চারজন কেবিন ক্রু।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস্ জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তৌলা বার্তাসংস্থা এপিকে বলেছেন, ‘উদ্ধার কাজ চলছে, আমরা এখনো জানি না কেউ বেঁচে আছেন কিনা।

তিনি আরও জানান, আরোহীদের মধ্যে ৫৩ জন নেপালি, ভারতের পাঁচজন, রাশিয়ার চারজন, দক্ষিণ কোরিয়ার দু'জন এবং আর্জেন্টিনা, আয়ারল্যান্ড ও ফ্রান্সের একজন করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //