ভারতে একদিনে ৩ উড়োজাহাজ বিধ্বস্ত

ভারতে একদিনে পৃথক দুর্ঘটনায় তিনটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) মধ্যপ্রদেশে প্রশিক্ষণ চলাকালে ভারতীয় বিমান বাহিনীর সুখোই সু-৩০ ও মিরেজ২০০০ নামের দুটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়।

এছাড়া রাজস্থানের ভরতপুরে অপর একটি চার্টার্ড উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমান বাহিনীর নিয়মিত মহড়ার অংশ হিসেবে দুটি প্রশিক্ষণ উড়োজাহাজ গোয়ালিয়ার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানার জন্য উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছে।

জানা যায়, বিধ্বস্ত হওয়ার সময় সু-৩০ উড়োজাহাজে দুইজন এবং মিরেজ ২০০০ এ একজন পাইলট ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে পাওয়া খবরে জানা গেছে দুটি উড়োজাহাজের পাইলটই নিরাপদে আছেন। 

এদিকে কারিগরি ত্রুটির কারণে ভরতপুরে একটি চার্টার্ড উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রাজস্থানের পুলিশ এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //