পাকিস্তানের পাঞ্জাবে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ১৪

পাকিস্তানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার কালার কাহার শহরের কাছে একটি বিয়ের যাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। উদ্ধারকারী ও পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জন যাত্রী মারা যান। 

হাসপাতালে মারা যান আরও দুইজন। এছাড়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের কালার কাহারের তহসিল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চাকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিকের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডনকে জানায়, বিয়ের অনুষ্ঠান সেরে ইসলামাবাদ থেকে লাহোরে ফিরছিলেন যাত্রীরা। ইসলামাবাদ-লাহোর মোটরওয়েতে একটি বাঁক দিয়ে যাওয়ার সময় গাড়ির ব্রেক ব্যর্থ হয়। 

ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুইটি গাড়িকে ধাক্কা দেয়। ছয় যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয় বলে জানান ডেপুটি কমিশনার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //