বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে কুপিয়ে জখম

ভারতের ছত্তিশগড় রাজ্যে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে কুপিয়ে আহত করেছেন এক চল্লিশোর্ধ্ব ব্যক্তি। 

এই ঘটনার জঘন্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজ্যটির পুলিশ প্রশাসন। 

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, একজন মধ্যবয়সী লোক একটি ব্যস্ত রাস্তায় একটি কিশোরী মেয়েকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। 

জানা গেছে, মেয়েটির বয়স ১৬ বছর। আর অভিযুক্ত ব্যক্তির নাম ওমকার তিওয়ারি ইলিয়াস মনোজ (৪৭)। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রকাশ্য সড়কে মেয়েকে এভাবেই জখম করেন তিনি। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের গুধিয়ারি এলাকায়।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ওমকার তিওয়ারি ইলিয়াস মনোজ। তিনি একটি দোকান চালান। কিশোরীটি ওই দোকানে কাজ করে। তাকে বিয়ের প্রস্তাব দেন মনোজ। প্রত্যাখ্যাত হয়ে তিনি এই নৃশংস কাজ করেন।

প্রশান্ত আগরওয়াল আরও জানান, ভিডিওটি নজরে আসার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আহত তরুণী এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

মেয়েটির মা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এবং মেয়েটি তার চাকরি ছেড়ে দিতে চেয়েছিল। এ কারণে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান প্রশান্ত আগরওয়াল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //