জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে মানহানির মামলায় জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

আজ সোমবার (৩ এপ্রিল) তাকে জামিন দেয় সুরাটের দায়রা আদালত। আপাতত তার সাজা স্থগিত করা হয়েছে। খবর এনডিটিভি। 

এর আগে এই মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের সাজার নির্দেশ দেয় সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত।

তখন জামিন আবেদন করলে তাকে ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। আদালতের এই রায়ের পরে পরবর্তী শুনানি পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না। পরবর্তী শুনানি ১৩ এপ্রিল। 

এদিকে, রাহুলের বিরুদ্ধে মামলার বাদী বিজেপি বিধায়ক পূর্ণেশকে আগামী ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //