ভারতে লাফিয়ে বাড়ছে করোনা, সতর্কতা জারি

ভারতে হঠাৎ করেই বেড়েছে করোনা সংক্রমণ। দিল্লি, মুম্বাইসহ দেশটির একাধিক শহরে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।

আজ শুক্রবার (৭ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়  প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী, একদিনে ছয় হাজার ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

যা গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছিল।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০ জন। যা বৃহস্পতিবারের (৬ এপ্রিলে) তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। গতকাল দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৩৩৫ জন।

 এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন।

সরকারি সূত্রে জানা যায়, প্রতিটি হাসপাতালে অক্সিজেনের মজুত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ঘনঘন হাত ধুতেও পরামর্শ দেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনার নতুন ধরন ‘এক্সবিবি ওয়ান সিক্সটিন’ নতুন করে সংক্রমণ বাড়ার পেছনে দায়ী বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি ভারতে করোনার নতুন এই ধরন খুঁজে পেয়েছে। একই সঙ্গে বিকিউ ওয়ান, বিএ টু সেভেন্টি ফাইভ, সিএইচ ওয়ান ওয়ান, এক্সবিবি, এক্সবিএফ ধরনের উপস্থিতি রয়েছে ভারতে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //