২০২৪ সালের নির্বাচনে নিশ্চিত হারবে বিজেপি: রাহুল গান্ধী

ভারতে ২০২৪ এর নির্বাচনে কংগ্রেস বড় চমক নিয়ে আসছে বলে জানিয়েছেন দলটির নেতা রাহুল গান্ধী। গতকাল বৃহস্পতিবার (১ জুন) ওয়াশিংটনের জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। 

এসময় রাহুল গান্ধী বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি যে বিজেপি আর সরকারে থাকছে না।

রাহুল আরও বলেন, আমি অংকের হিসেব কষে দেখেছি আগামী নির্বাচনে কংগ্রেস খুব ভাল ফল বয়ে আনবে। এমনকি জনগণকেও চমকে দিয়ে বিজেপি হেরে যেতে পারে। 

গত এক বছরেরও কম সময় ধরে দলটি অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে আলাপও চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। 

রাহুল বলেন, বিরোধী দলগুলো একত্রিত হয়েছি। আমাদের মধ্যে অনেক ভাল কিছু বিষয়েও আলোচনা হয়েছে। 

বর্তমান বিজেপি সরকার দেশের নানা প্রতিষ্ঠানকে কব্জা  করে শাসন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

রাহুলের সংসদ সদস্য পদ হারানোর প্রসঙ্গে তিনি বলেন, এতে করে আমার আরও সংশোধনের সুযোগ হয়েছে। আমি মনে করি বিজেপি এটি আমাকে উপহার দিয়েছে। যদিও তারা তা অনুধাবন করতে পারবে না। 

এসময় তিনি তাকে হত্যার হুমকিতে মুষড়ে যাননি বলেও মন্তব্য করেন। 

উল্লেখ্য, রাহুলের দাদী ইন্দিরা গান্ধী ১৯৮১ সালে তার দেহরক্ষীর হাতে ও তার পিতা রাজিব গান্ধী ১৯৯১ সালে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন। দুজনেই দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

এদিকে, রাহুলের যুক্তরাষ্ট্র সফর ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলটি জানায়, রাহুল দেশের মধ্যে কথা না বলে কেন বিদেশে গিয়ে কথা বলছেন তা বুঝে নেওয়ার আমরা জনগণের কাছেই ছেড়ে দিচ্ছি ।_এনডিটিভি


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //