রেলমন্ত্রীর সমালোচনায় মমতা

শনিবার (৩ জুন) সকালে হেলিকপ্টারযোগে ওড়িশার বালেশ্বরে পৌঁছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে। এসময় তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। এরইমধ্যে রাজ্যের একটি প্রতিনিধি দলকেও সেখানে পাঠিয়েছেন তিনি। বালেশ্বরে হেলিপ্যাড গ্রাউন্ডে নেমে তিনি কথা বলেন প্রতিনিধি দলের সঙ্গে। এরপরেই সোজা চলে যান দুর্ঘটনাস্থলে।

দুর্ঘটনাস্থলে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে মমতা বলেন, মনে হয় রেলের সমন্বয়ের অভাব রয়েছে। আরও যত্নশীল হওয়া প্রয়োজন।

তিনি বলেন, কিছু একটি নিশ্চয়ই হয়েছে। সঠিক তদন্ত করা হোক। এসময় তিনি রেলমন্ত্রীর কাছে মৃতের সংখ্যাও জানতে চান।

পরে মুখ্যমন্ত্রী দুপুরে জেলাশাসককে নিয়ে টাউন হলে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। 

এদিকে বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বলেন, দেখা হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব।

রাজ্য সুরকার রেল দুর্ঘটনায় বাংলায় বাসরত নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণাও দেন মুখ্যমন্ত্রী। আর গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

একুইসঙ্গে রাজ্যের আহতদের কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথাও ঘোষণা করেন মমতা। 

তিনি বলেন, বাংলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা আহত হয়েছেন দরকার হলে তাদের কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করাব।

এদিকে আহতদের দেখতে বালেশ্বরের সোরো হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অ্যান্টি কলিশন ডিভাইস আমি করে দিয়েছিলাম। এই ট্রেনটিতে সেটা ছিল না। তাই ভয়াবহ দুর্ঘটনা। সূত্র: হিন্দুস্তান টাইমস 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //