বিয়ে করতে গেলেও জানাতে হবে পুলিশকে

বিয়ে করতে গেলে জানাতে হবে পুলিশকে। এলাকাবাসীকে এক নোটিশে এমন তথ্য জানিয়েছে পুলিশ। মানুষ বিরক্ত হলেও বা শুনতে আশ্চর্য লাগলেও ওই নোটিশের পেছনে যুক্তি রয়েছে পুলিশের।

ভারতের বিহার রাজ্য পুলিশের দাবি, বিয়ে বাড়িতে অনেক সময় খুনের ঘটনা ঘটে। ফলে এক মুহূর্তে বিয়ের আনন্দ মাটি হয়ে যায়। তাই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করতে পুলিশ এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, বিয়ে বাড়িতে আনন্দের আতিসহ্যে গুলি চালিয়ে দেন অনেকে। আকাশে গুলি ছুড়তে গিয়ে কখনো প্রাণ গিয়েছে বরের তো কখনো বরযাত্রীর। তাই এসব থামাতে পুলিশের জানা উচিত কোথায় বিয়ে হচ্ছে।

রাজের এডিজি আইন-শৃঙ্খলা সঞ্জয় সিং এনিয়ে সংবাদমাধ্যমে বলেন, দেখা গেছে বিয়ের আনন্দ করতে গিয়ে অনেকের প্রাণ হারিয়েছে, অনেকে আবার আহতও হয়েছেন। এজন্য যেখানেই বিয়ে হোক না কেন তা আগে থেকেই পুলিশকে জানাতে হবে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশের নতুন গাইডলাইন অনুযায়ী, বিয়ে হল, লন, ব্যাঙ্কোয়েট হলে পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। যদি কেউ নিজের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান করতে চান তাহলে তাকে আগেভাবেই পুলিশকে জানাতে হবে। শুধু তাই নয়, বাড়িতে কোনো লাইসেন্স প্রাপ্ত অস্ত্র রয়েছে কিনা তাও পুলিশকে জানাতে হবে। এছাড়াও অতিথিদের নামের লিস্ট পুলিশের কাছে জমা দিতে হবে।

বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা-সহ, গো বলয়ের বহু জায়গায় বিয়েবাড়ি, জন্মদিনের অনুষ্ঠান, বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আনন্দে মাত্রা ছাড়িয়েছে লোকজন। নেশা করে মাতলামি তো রয়েইছে গুলি চালিয়েও আনন্দ করতে দেখা গিয়েছে বহুবার। আর তা করতে গিয়েই প্রাণ গিয়েছে অনেকের। মারাত্মক আহত হয়েছেন অনেকে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে বিহার সরকার।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //