লাহোরে আগুনে ৬ শিশুসহ একই পরিবারের নিহত ১০

বুধবার (১২ জুলাই) পাকিস্তানের লাহোরের ভাটি গেইট এলাকার একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের একজন পুরুষসহ সাত মাসের এক শিশু সহ পাঁচ শিশু ও নারী রয়েছেন। এসময় অন্য সদস্যরা প্রান বাঁচাতে ভবন থেকে লাফ দেওয়ার চেষ্টা চালায়। 

এদিকে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় টনায় প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন মাত্র একজন। 

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, রেফ্রিজারেটরের কম্প্রেসারের বিস্ফোরণ থেকে ভয়াবহ ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা। কিন্ত বাড়িটিতে ধোঁয়া নির্গমনের জন্য কোনো ভেন্টিলেটর না থাকার জন্য এটি ভয়াবহ রূপ ধারণ করে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আদিল হুসেন। 

আদিলের বাবা গণমাধ্যমকে বলেন, আদিল তাকে রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফোন করে সাহায্যের আবেদন জানান। 

 নিহতদের সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে আদিলের বাবা জানান, তার ছেলে, তার স্ত্রী, পুত্রবধূ ও তার দুই সন্তান ছাড়াও তার বড় মেয়ে ও তার চার সন্তান অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্নের পর পরিবারের ওয়ারিশদের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

এসময় গণমাধ্যমকে উদ্ধারকারী দল জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।

পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি এ বিষয়ে লাহোর কমিশনারকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। নিহতের পরিবারের উত্তরাধিকারীদের প্রতি মহসিন নকভি সমবেদনা জানান। 

সূত্র: জিওটিভি 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //